বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন বেলুড়ে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

Belur: প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন বেলুড়ে a-terrible-fire-broke-out-in-the-plastic-factory-howrah-india-west-bengal-eiyugআজ সকাল সাতটা নাগাদ বেলুড় থানার অন্তর্গত বেলুড় রোডের একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লাগে। প্লাস্টিকের কাঁচামালে ভর্তি কারখানায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। দাউ দাউ করে জ্বলতে থাকে। আতঙ্কে পাশাপাশি কারখানা লোকেরা বেরিয়ে পড়ে। দমকলে খবর গেলে দুটো ইঞ্জিন এসে আগুন নেবাবার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আগুনের ব্যাপকতা যা তাতে আরো ইঞ্জিন আসছে। এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি হতাহতের কোন খবর নেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।