শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের অন্তর্গত প্রধাননগর থানার আধিকারিকগন ও পুলিশ কর্মীরা বিশ্বস্তসূত্রে খবর পেয়ে শুক্রবার সাদা পোষাকে অভিযান চালান দেবিডাঙ্গা এলাকার কোলাবাড়ির একটি দ্বিতল ভবনে।(siliguri) পুলিশের কাছে খবর আসে এই ভবনের দোতলায় একটি ঘরে অবৈধ কল সেন্টার চলছে।
অভিযানে ওই ঘর থেকে আটজন মহিলাকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু মোবাইল ফোন সহ নথিপত্র। পুলিশ সূত্রে জানা গেছে কল সেন্টার থেকে মোবাইলে ফোন করে ঐ সংস্থার সদস্যপদ গ্রহনের জন্য সাধারণ মানুষকে কল করা হত। সদস্যপদ গ্রহন করলে বিভিন্ন লোভনীয় পুরস্কার সহ আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার নাম করে সাধারন মানুষকে প্রতারণা করা হতো। সাধারন মানুষ পুরস্কার ও আর্থিক সুযোগ সুবিধার প্রলোভনে পড়ে ওই সংস্থার সদস্যপদ গ্রহন করে প্রতারনা চক্রের শিকার হতো। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে হাজির করা হয়েছে। পুলিশ এই চক্রের পর্দা ফাঁস করায় প্রতারণা চক্রের হাত থেকে মুক্তি পেয়েছে সাধারন মানুষ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper