আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল যোগ দিলেন তৃণমূলে। জানা গেছে রবিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কলকাতার অফিসে গিয়ে সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাকে দলে বরন করে নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের যোগদান পর্বে উপস্থিত ছিলেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, তৃণমূলের জেলা নেতা তথা জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর । সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগদান করায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আলিপুরদুয়ার জেলায় বিজেপির শক্তি অনেকটাই হ্রাস পাবে বলে অভিমত ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশ্লেষক গন।
Abhishek banerjee: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির ঘর ভাঙ্গলো তৃণমূল, দল ছাড়লেন বিধায়ক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার