আলিপুরদুয়ার (Abhishek banerjee) এক নম্বর ব্লকের বাবুরহাট ফুটবল ময়দানে শনিবার বিকালে অনুষ্ঠিত হল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সভা । এই সভার প্রধান বক্তা ছিলেন সর্ব ভারতীয় তৃনমুল কংগ্রেসের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee) । তিনি তার বক্তব্যে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করে বলেন কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে। একশ দিনের কাজের টাকা আটকে রেখেছে, বাংলার আবাস যোজনার টাকা দিচ্ছেনা, স্কুলের মিড ডে মিলের টাকাও আটকে রেখেছিলো। এইটাকা না দিয়ে কেন্দ্রীয় সরকার বাংলার সাধারন মানুষের ন্যায্য পাওনা আটকে রেখে বাংলাকে বঞ্চিত করার যে চক্রান্ত করেছে সেই চক্রান্তের বিরুদ্ধে তৃণমুল আন্দোলন করে সেই ন্যায্য পাওনা আদায়ে বদ্ধ পরিকর। এদিনের সভা থেকেই তিনি দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকদের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমে পরার নির্দেশ দেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জেলা নেতৃত্ব।
Abhishek banerjee: কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরুর নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার