স্ত্রী- কন্যা ,সংসার ছেড়ে চিরকালের জন্য চলে গেছেন অভিষেক চট্টোপাধ্যায়। স্টার জলসার ইসমার্ট জোড়ি-র সেটে শেষবারের মতো একে অপরকে ভালবাসা-আদরে ভরিয়ে দিয়েছেন এই জুটি। ২৩ মার্চ শুটিংই যে অভিষেকের জীবনের শেষ শুটিং হতে চলেছে তা হয়তো কারোরই জানা ছিল না। দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না অভিষেকের। ওই দিন রিয়্যালিটি শো-এর শ্যুট চলাকলীন অসুস্থ হয়ে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়। সেই সময় ঘটনাক্রমে তার সঙ্গী ছিলেন স্ত্রী সংযুক্তা।শুটিং করতেই করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। সম্প্রতি প্রয়াত স্বামী অভিষেক চট্টোপাধ্যায়কে নিয়ে নিজের স্মৃতিচারণা ও ঘটে যাওয়া কিছু অলৌকিক কাহিনী শেয়ার করলেন স্ত্রী সংযুক্তা। তুলে ধরেন নিজের কিছু ভৌতিক অভিজ্ঞতার কথা I সংযুক্তা জানান, ‘অভিষেকের উপস্থিতি আমি প্রতি মুহূর্তে উপলব্দি করতে পারি। এই সবই ও আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। অসম্ভব ফ্যামিলি ম্যান ছিলেন তিনি। অভিনেতা সবসময় পরিবারকে আগলে রাখতে চাইতেন। তাই মৃত্যুর পরেও সন্তানের সব দায়িত্ব হয়ত পালন করে চলেছেন অভিষেক। স্ত্রীর মানসিক জোর বাড়িয়ে পরিবারকে এগিয়ে নিয়ে চলেছেন ভবিষ্যতের দিকে। পরিবারের স্মৃতির মধ্যে আজীবন অভিনেতা অমর হয়ে রয়ে যাবেন I