নতুন বছরের প্রথম দিনে বাস নিয়ে সকলেই চলেছিলেন ( Accident ) পিকনিকে। রওনা হবার কিছুক্ষন বাদেই বাস উলটে পড়লো নয়ানজুলিতে, আহত পিকনিক পার্টির ত্রিশ জন। ঘটনাটি ঘটেছে কোচবিহার এক নম্বর ব্লকের মধুপুর অঞ্চলের কালাপানি মোয়ামারি কালাপানি ভুল্লার বাজার এলাকায়। জানা গেছে মোয়ামারি ধর্মের বাজার থেকে পিকনিক পার্টি বাসে করে রওনা হয়েছিলো গরুবাথানের উদ্দ্যেশ্যে। কিছুক্ষনের মধ্যেই বিপত্তি। একটি কালভার্ট থেকে বাসটি উলটে নয়ানজুলিতে পড়ে। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করেন ও আহতদের কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। সেখানেই আহতদের চিকিৎসা চলছে। স্থানীয়রা জানান পিকনিক পার্টির ত্রিশ জন কম বেশি আহত হয়েছেন। তারা জানান কালভার্টটি কবুব চাপা হওয়ায় এখানে মাঝে মাঝেই দূর্ঘটনা ঘটে। তাদের দাবি কালভার্টটি ভেঙ্গে চওড়া করে নির্মান করা হোক।
Accident: বছরের প্রথম দিনেই পিকনিক যাত্রী সহ বাস উলটে পড়লো নয়ানজুলিতে ,আহত ত্রিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper