আজ সকাল ১১ টা নাগাদ (Accident) আমতা হাওড়া রোড এর উপর বালিটিকুরী কালিতলাতে একটি লরি হাওড়ার দিক থেকে যাচ্ছিল। সেই সময় এক বাইক আরোহী কে লরিটি ধাক্কা মারে বাইক আরোহী ছিটকে তার বাইক থেকে পড়ে যায়, মাথার হেলমেট ছিটকে যায় এবং মাথা এবং নাটক দিয়ে রক্ত বেরোতে থাকে এরপর পথ চলতি এলাকার সাধারণ মানুষ ওই ব্যক্তিকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে সাধারণ মানুষের বক্তব্য এখানে পুলিশের কোন নজরদারি না থাকার ফলে দ্রুতগতিতে যানবাহন যাতায়াত করে ঘটনাস্থলে যায় দাসনগর থানার পুলিশ পুলিশকে ঘিরে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে। তারপর থেকে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের নজরদারি শুরু হয়েছে। এই নিয়ে এলাকায় ক্ষোভের সঞ্চার হওয়ার ফলে পুলিশের তরফ থেকে বিক্ষব্রত সাধারণ মানুষকে পুলিশ অসুস্থ করে এখন থেকে এখানে ট্রাফিক পুলিশ মোতায়ন করা হয়েছে।
Accident: হাওড়ার বালিটিকুরী তে লরির ধাক্কায় মৃত বাইক আরোহী
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper