Breaking News

Alipurduar: আদালতের নির্দেশে তুরতুরি চা বাগানের পাঁচ শ্রমিক হাতে পেলেন গ্র‍্যাচুইটির চেক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আদালতের নির্দেশে তুরতুরি চা বাগানের পাঁচ শ্রমিক হাতে পেলেন গ্র‍্যাচুইটির চেকআলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের তুরতুরি চা বাগানের পাঁচ চা শ্রমিক কর্মজীবন থেকে অবসর নিয়েছিলেন পাঁচ ছয় বছর আগে কিন্তু হাতে পাচ্ছিলেননা অবসরকালীন প্রাপ্য টাকা ও গ্র‍্যাচুইটির টাকা। অবশেষে মহামান্য আদালতের নির্দেশে তারা হাতে পেলেন গ্র‍্যাচুইটি সহ অবসরকালীন বকেয়া টাকা। আলিপুরদুয়ার সদরে ডেপুটি লেবার কমিশনার এর দপ্তরে গিয়ে তারা বুঝে নেন তাদের প্রাপ্য টাকার চেক। মীনা লামা, ফতেমা বিবি, বলিরাম মুন্ডা, গোপাল ছেত্রী, প্রেম লামা পুজোর আগে তাদের অবসরকালীন প্রাপ্য বকেয়া টাকা হাতে পেয়ে খুশী। জানা গেছে এই চা বাগানের অন্তত পঞ্চাশজন শ্রমিক অবসরকালীন বকেয়া না পেয়ে ডেপুটি লেবার কমিশনার দপ্তরে মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত ষোলোই আগস্ট শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে দেবার নির্দেশ দেওয়া হয় মালিকপক্ষকে। সেই নির্দেশ মতো এদিন পাঁচজনের প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়েছে। চা বাগান সুত্রে জানা গেছে ধীরে ধীরে অবসরপ্রাপ্ত শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।