মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Adivasi Diwas) এর উদ্যোগে ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বুধবার আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের কোহিনুর অঞ্চল ফুটবল ময়দানে উদযাপিত হলো বিশ্ব আদিবাসী দিবস।(Adivasi Diwas) প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী । অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শিল্পী গোষ্ঠী পরিবেশন করেন তাদের নিজস্ব নৃত্য, সঙ্গীত ও ক্রীড়া শৈলী। উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, এস জে ডি এ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক, আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস, সমাজসেবী লিয়স কুজুর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
Adivasi Diwas Alipurduar: বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হলো আলিপুরদুয়ারে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper