শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Howrah: নিজেদের ভাষার স্বীকৃতির দাবিতে কলকাতা অভিমুখে হাওড়া ব্রিজের বুকে দীপ্ত কণ্ঠে আদিবাসী মিছিল

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Howrah: নিজেদের ভাষার স্বীকৃতির দাবিতে কলকাতা অভিমুখে হাওড়া ব্রিজের বুকে দীপ্ত কণ্ঠে আদিবাসী মিছিলসারনা ধরম কোডের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পাঁচটি রাজ্যের আদিবাসীদের কলকাতা অভিযান। এর জেরে হাওড়া ব্রিজে যান চলাচল ৪৫ মিনিট বন্ধ। হাজার হাজার অফিস যাত্রী আটকে পড়েন।ঝাড়গ্রাম ও ঝাড়খন্ড সীমান্তের কুর্মি সহ আদিবাসী সম্প্রদায়ের কিছুদিন পূর্বে চলছিল লাগাতার বিক্ষোভ। আর আজকে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল এসে পড়লো হাওড়া শহরেও। আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা শুক্রবার বিভিন্ন স্থান থেকে ট্রেনে করে হাওড়া স্টেশন এসে পৌঁছায়। তাঁরা সেখান থেকে মিছিল করে হাওড়া ব্রিজ হয়ে কলকাতা রানী রাসমণি উদ্দেশ্যে রওয়ানা দেন। আজকে কলকাতাতে তাদের সমাবেশ রয়েছে বলেই সূত্র মারফৎ জানা যাচ্ছে। আদিবাসীদের তপশিলি গোষ্ঠীর অন্তরভূক্তিসহ অন্যান্য দাবি-দাওয়াকে সামনে রেখে আজকে হাওড়া ব্রিজ হয়ে প্রায় ২৫ হাজার আদিবাসী মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেই হাওড়া ব্রিজ ট্রাফিক পুলিশ সূত্রের খবর। এই মিছিলের জেরে ৪৬ মিনিট হাওড়া ব্রিজে কার্যত হয়ে যায় অবরুদ্ধ যান চলাচল। স্বভাবতই বিপাকে পড়েছেন বহু সংখ্যায় নিত্যযাত্রীরা। এই মিছিল জেরে হাওড়া ব্রিজ সংলগ্ন বিভিন্ন রাস্তাগুলোতে বিশাল যানজট সৃষ্টি হয় মহোৎসবের পঞ্চমীর দিন। মিছিল বেরিয়ে যাবার পর কর্তব্যরত ট্রাফিক অধিকারিকদের সাহায্যে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।