গতকাল গভীর রাতে (Howrah) বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে হাওড়া লিলুয়া থানার পুলিশ চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভেরি অঞ্চল থেকে গ্রেফতার করে দুই ব্যক্তিকে ।(Howrah) তথ্যসূত্রে জানা যায় এই ব্যক্তি দুজন পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েত এলাকায় আগ্নেয় অস্ত্র বিক্রি করতে আসে ।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা এই অঞ্চলের একজন ব্যক্তির মারফত যোগাযোগ হওয়ার ফলে তাদেরকে গতকাল রাত্রে এই আগ্নেয় অস্ত্র ডেলিভারি দিতে আসেন বলে সূত্রের খবর । আজ ওই ধৃত ব্যক্তিদের হাওড়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর ।পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই ব্যক্তিদের নাম বিপ্লব ঢালী কুড়ি বছর পিতা বিপুল ঢালী বাড়ি বেহালা শুশুনা অপর ব্যক্তির নাম শুভদীপ পাল বয়স ৩৫ পিতা জ্যোতির্ময় পাল ,এরা দুজনেই কলকাতার বাসিন্দা ।এদের কাছ থেকে একটি ওয়ান সেটের রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার হয় বলে পুলিশ সূত্রের খবর।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper