শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Agnimitra Paul & Dilip Ghosh: সোনারপুরের গ্রীনপার্কের HDFC ব্যাংকের ডিজিটাল ইউনিট এর উদ্বোধনে অগ্নিমিত্রা পাল ও দিলীপ ঘোষ

রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, দক্ষিণ ২৪ পরগনা

Agnimitra Paul & Dilip Ghosh: সোনারপুরের গ্রীনপার্কের  HDFC ব্যাংকের ডিজিটাল ইউনিট এর উদ্বোধনে অগ্নিমিত্রা পাল ও দিলীপ ঘোষ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ দেশের ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট (ডিবিএউ) উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার‌ই মধ্যে একটি ইউনিট হল দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের গ্রীনপার্কের HDFC ব্যাংকের ইউনিট । Agnimitra Paul & Dilip Ghosh: সোনারপুরের গ্রীনপার্কের  HDFC ব্যাংকের ডিজিটাল ইউনিট এর উদ্বোধনে অগ্নিমিত্রা পাল ও দিলীপ ঘোষ এ‌ই বিশেষ দিনে ব্যাঙ্কের এই শাখায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা ও বিধায়িকা অগ্নিমিত্রা পাল ও বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । এদিন সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন – প্রান্তিক মানুষের কাছে আরও সহজে পৌঁছে যাবে ব্যাংকিং পরিষেবা। দ্রুত ও আরও আধুনিক হবে ব্যাংকিং সেক্টর। এই পরিষেবা র দরুন বহু মানুষ উপকৃত হবে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।