আজ আসানসোলে বিজেপি মহিলা মোর্চার কার্যকারীনী সভায় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আসানসোলের কার্যকারীনী সভায় উপস্থিত থেকে মহিলার মোর্চার শক্তি বৃদ্ধি ও আগামী দিনে চলার পথ ঠিক করে নিতে মূলত এই সভা ।
এদিন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক ( সংগঠন ) সতীশ ধন্দ , বিজেপি মহিলা মোর্চার জেলার সভানেত্রী ভারতী চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Agnimitra Paul: আসানসোলে বিজেপি মহিলা মোর্চার কার্যকারীনী সভায় অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, আসানসোল