Breaking News

Agnimitra Paul: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির গ্রাম সম্পর্ক অভিযানে অগ্নিমিত্রা পাল

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, পূর্ব মেদিনীপুর

Agnimitra Paul: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির গ্রাম সম্পর্ক অভিযানে অগ্নিমিত্রা পালবর্তমানে দুর্নীতির অভিযোগে উত্তাল‌ গ্রামবাংলা (Agnimitra Paul)। দুর্নীতির কবলে পড়ে দিশাহারা গ্রামবাংলার গরীব দিন‌আনা দিন খাওয়া পরিবার গুলি । কেন্দ্রীয় সরকারের একের পর এক প্রকল্প, যেগুলো দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী গরীব মানুষদের জন্য করেছেন তারা যাতে‌ ভালোভাবে বেঁচে থাকতে পারেন , সেই সব প্রকল্প থেকে ও বঞ্চিত গ্রামবাংলার মানুষেরা । এই বঞ্চিনার দায় রাজ্যের শাসকদলের নেতাদের – এমনি অভিযোগ করছেন গ্রামবাংলার মানুষ থেকে রাজ্যের প্রধান বিরোধী দলের নেতৃত্ব । Agnimitra Paul: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির গ্রাম সম্পর্ক অভিযানে অগ্নিমিত্রা পালবিজেপি নেতৃত্বের মতে বিভিন্ন গ্রামে দুর্নীতির পাহাড় । (Agnimitra Paul)কোথায় জলের কল আছে জল নেই , কোথাও বা স্বচ্ছ ভারত অভিযানে‌র শৌচালয় সাধারণ মানুষের নামে সরকারি খাতায় নথিভুক্ত থাকলেও সেটা শাসকদলের নেতাদের বাড়িতে ।

” গ্রাম সম্পর্ক অভিযান ” কর্মসূচি

আজ পূর্ব মেদিনীপুরের খেজুরি ২ নং ব্লকের জনকা অঞ্চলের বিভিন্ন এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল।

Agnimitra Paul: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির গ্রাম সম্পর্ক অভিযানে অগ্নিমিত্রা পালএদিন তিনি গ্রামবাংলার মানুষের সাথে ” গ্রাম সম্পর্ক অভিযান” কর্মসূচি পালন করেন ।( Agnimitra Paul)

গ্রামবাংলার মাটির বাড়ির উঠানে বসে মানুষের বিভিন্ন অভিযোগ ও শোনেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল 

এদিন গ্রামবাংলার মাটির বাড়ির উঠানে বসে মানুষের বিভিন্ন অভিযোগ ও শোনেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি এদিন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেই বিষয়ে আশ্বাস দেন ।Agnimitra Paul: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির গ্রাম সম্পর্ক অভিযানে অগ্নিমিত্রা পাল এদিন গ্রামবাংলার মাটিতে বাংলার ঘরের মেয়ে বিধায়িকা অগ্নিমিত্রা পাল কে কাছে পেয়ে তাকে অভিযোগ ও সমস্যার কথা বলতে পারায় গ্রামের মানুষ বেশ খুশি , গ্রামবাসীদের মতে এই রকম মাটির মানুষ কে কাছে পেয়ে তারাই খুব‌ই খুশি , তারা আশাবাদী বিজেপির গ্রাম সম্পর্ক অভিযান কর্মসূচির দ্বারা গ্রামবাংলার মানুষেরা উপকার‌ই হবে । এদিন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল ছাড়াও উপস্থিত ছিলেন -জেলা সভাপতি সুদাম পন্ডিত, বিধায়ক শান্তনু প্রামানিক সহ জেলার নেতৃত্ব।(Agnimitra Paul)

বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল 

এদিন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন – গ্রাম জাগছে , সেটা দেখে শাসকদলের দুর্নীতিবাজ রা ভয় পাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে গ্রামবাংলার মানুষেরা রুখে দাঁড়িয়েছে, আওয়াজ তুলছে , প্রতিবাদ করছে , খেজুরির জনকায় গ্রাম সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করতে এসে উপলব্ধি করলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।