Breaking News

তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Agnimitra Paul: তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল agnimitra-paul-bjp-mla-agnimitra-paul-filed-a-complaint-against-trinamool-mla-sabitri-mitra-at-hare-street-police-station-kolkata-westbengal-india-bjp-howrah-eiyug মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের বিরুদ্ধে মঙ্গলবার কলকাতা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল । প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর মানিকচকের এক সভা থেকে দেশের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছিলেন তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র। এদিন থানায় অভিযোগ দায়ের করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, মানিকচকের সভা থেকে সাবিত্রী মিত্র প্রধানমন্ত্রীকে দুর্যোধন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দুশাসন বলেছিলেন।এরই প্রতিবাদ জানিয়ে ওনার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফ আই আর দায়ের করা হল ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।