শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Jalpaiguri: এআইডিএসও ও ডিওয়াইওর ধিক্কার মিছিল জলপাইগুড়িতে

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: এআইডিএসও ও ডিওয়াইওর ধিক্কার মিছিল জলপাইগুড়িতেসোমবার শহর জলপাইগুড়িতে (Jalpaiguri) এসইউসিআইএর ছাত্র ও যুব সংগঠন এআইডিএসও ও ডিওয়াইও ধিক্কার মিছিল করে শহরে। উল্লেখ যৌননির্যাতনের স্বীকার অভিযোগে ভারতীয় কুস্তিগীরের আন্দোলন ও অবস্থান বিক্ষোভে বসে দিল্লিতে গত কয়েকমাস থেকে। প্রতিবাদরত কুস্তিগীরদের ওপর দিল্লী পুলিশের বর্বরোচিত আক্রমণ ও নির্যাতনের প্রতিবাদে এই ধিক্কার মিছিল বলে জানায় সংগঠনের নেতৃত্বরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।