ত্রিশ মাসের (Siliguri) লক্ষ্যমাত্রা নিয়ে বাগডোগরা বিমান বন্দরে শুরু হয়েছে নতুন টার্মিনাল ও মাল্টি লেভেল গাড়ি পার্কিং জোনের কাজ। কাজ কেমন চলছে ও কাজের অগ্রগতি কতটুকু হয়েছে এসব জানতে শনিবার দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত বিমান বন্দরের আধিকারিক ও কাজের বরাত পাওয়া সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। বৈঠকের পর সাংসদ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি জানান দশ শতাংশ কাজ হয়েছে। কাজের যে গতি তাতে আশা করা যাচ্ছে দুহাজার সাতাশ সালের মার্চ মাস নাগাদ কাজ শেষ হবে ও টার্মিনাল সহ মাল্টি লেভেল গাড়ি পার্কিং যাত্রী সাধারনের ব্যবহারের জন্য খুলে দেওয়া যাবে। এই দুটি খুলে দিলে যাত্রী সাধারন উপকৃত হবেন বলেও মন্তব্য করেন সাংসদ রাজু বিস্ত।
Siliguri: বাগডোগরা বিমান বন্দরের নতুন টার্মিনাল নির্মান কাজ এর অগ্রগতি বিষয়ে বৈঠক করলেন সাংসদ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি