প্রায় ৭ দফা দাবিতে এবার বিক্ষোভে (siliguri) সরব CITU দার্জিলিং জেলা কমিটি। বুধবার বিকেলে শিলিগুড়ির সফদর হাসমি চকে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা। মূলত ৭ দফা দাবিতে এদিনের এই বিক্ষোভ বলে জানা যায়। যার মধ্যে অন্যতম, শ্রম কোড বাতিল করতে হবে, বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না, চা বাগানের শ্রমিকদের জমির অধিকার দেওয়া সহ আরও ৪ দফা দাবি এদিন বিক্ষোভ সভার মধ্য দিয়ে জানানো হয়। অবিলম্বে দাবি দাওয়া না মানা হলে, রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা।
siliguri: একাধিক দাবিতে বিক্ষোভ সভা CITU দার্জিলিং জেলা কমিটির
রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper