বড় সাফল্য (Alipurduar) পেল সোনাপুর ফাঁড়ির পুলিশ। ১০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে বুধবার বেলা তিনটা নাগাদ। গোপন খবরের ভিত্তিতে অভিযান জ্বালিয়ে কোচবিহার থেকে জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই ব্যক্তি ব্রাউন সুগার নিয়ে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেপ্তার করা হয় ফালাকাটা দেওগাঁও এলাকার সেকেন্দার মিয়াকে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা জিজ্ঞাসাবাদ এর পরেই জানা যাবে।
Alipurduar: ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার গ্রেপ্তার একজন
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper