তালেশ্বরগুড়ি হাই স্কুল সংলগ্ন (Alipurduar)এলাকায় লোকসভা নির্বাচনের প্রাক্কালে আইসিডিএস কেন্দ্রের কাজ শুরু হওয়ার (Alipurduar)পর মুখ থুবড়ে পড়ে আছে সেই কাজ । এমনটাই দেখা গেল বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ ওই এলাকায় গিয়ে।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে তালেশ্বরগুড়ি হরি মন্দির এলাকায় ৯৯ নম্বর আইসিডিএস কেন্দ্র রয়েছে । সেখানেই ৯৯ নম্বর আইসিডিএস কেন্দ্রের নতুন ঘর তৈরির কাজ শুরু করেছিলেন ঠিকাদার। কিন্তু কিছুদিনের মধ্যেই ঠিকাদার কে ব্লক অফিস থেকে নির্দেশ দেওয়া হয় কাজ বন্ধ রাখার জন্য । এরপর থেকেই কাজ বন্ধ রয়েছে। যদিও ব্লক অফিসের এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন টেন্ডার এ তালেশ্বরগুড়ি ৯৯ নম্বর আইসিডিএস কেন্দ্রের নাম উল্লেখ ছিল না। অন্য কেন্দ্রের কাজ এনে এখানে করানোর ব্যবস্থা করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে প্রশাসনিক ভুলের জন্য কাজ শুরু হওয়ার পরেও থমকে রয়েছে সেই কাজ। এদিকে ৯৯ নম্বর আইসিডিএস কেন্দ্রে ৩৬ জন শিশু এবং মায়ের পরিষেবা দেওয়া হয়। বর্তমান সময়ে ভাঙ্গা ঘরেই চলছে আইসিডিএস এর কাজ।