নয়দিন যাবত (Alipurduar) শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগীরা খাবার পাচ্ছেন না। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টাকা পরিশোধ করা হচ্ছে না সরকারি ভাবে। ফলে তারা রোগীদের খাওয়ার দেওয়া বন্ধ করে রেখেছেন। গত ৮ মাস ধরে তারা খাবারের টাকা পাচ্ছেন না। ফলে পয়লা মার্চ থেকে রোগীদের খাওয়ার দেওয়া বন্ধ রেখেছেন তারা তাদের কাছ থেকে জানা গেছে তেতাল্লিশ হাজার টাকা বাকি রয়েছে তাদের। বিষয়টি বারবার স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্তাদের জানিয়েও লাভ হয়নি। বাধ্য হয়ে তারা রোগীদের খাবার দেওয়া বন্ধ করে রেখেছেন। আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতাল থেকে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দূরত্ব ৯ কিলোমিটার। আলিপুরদুয়ার দুই ব্লকের স্বাস্থ্যকর্তা অর্পণ কুমার বিষয়ীকে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের খাবার বন্ধের কথা জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি কোন কিছু জানেন না। স্বাভাবিক ভাবেই স্বাস্থ্য কর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে রোগীদের খাবার সরকারি ভাবে না দেওয়ায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন রোগীরা। শামুকতলা গ্রাম পঞ্চায়েতের সাথী নামক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তারা রোগীদের খাবার দিবেন না। তবে প্রশাসনিক এবং স্বাস্থ্য কর্তাদের গাফিলতির জন্যই রোগীরা সরকারি খাবার থেকে বঞ্চিত হচ্ছেন এমন ভাবেই বলছেন ব্লকের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা।
Alipurduar: ৯ দিন যাবত শামুক তলা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের খাবার বন্ধ
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার