শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Alipurduar: পূজা চলাকালীন আলিপুরদুয়ারে যুবকের অস্বাভাবিক মৃত্যুতে সরগরম এলাকা

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: পূজা চলাকালীন আলিপুরদুয়ারে যুবকের অস্বাভাবিক মৃত্যুতে সরগরম এলাকাএকটি যুবকের রক্তাক্ত (Alipurduar) দেহ উদ্ধারের পরেই চাঞ্চল্য ঝরিয়েছে আলিপুরদুয়ারে । রবিবার রাতে ঘটনা টি ঘটেছে আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায় রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ আলিপুরদুয়ার পৌরসভার আনন্দনগর এলাকার বাসিন্দা আনন্দ কুন্ডু প্রতিবেশী বন্ধু লিটন পাল নামে এক যুবকের সঙ্গে পুজোয় ঘুরতে বাড়ি থেকে বের হয়। রাত আনুমানিক ১০:৩০ টা নাগাদ জংশন রেল স্টেশন এলাকায় কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আনন্দ কুন্ডু’কে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। জানা গেছে আনন্দ কুন্ডু’র মাথায় বড় আঘাত রয়েছে। সেই সময় এলাকার পথচলতি নাগরিকরা তাকে প্রথমে জংশন রেল হাসপাতাল পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। আনন্দ বাড়ি ফিরে না আসায় রাত ভর পরিবারের লোকেরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। সোমবার সকালে লিটন পাল এর বাড়িতে এলাকার বাসিন্দারা জিজ্ঞাসা বাদ করতেই আনন্দর হাসপাতালে থাকার কথা জানতে পারে। এরপরে জেলা হাসপাতালে গেলে আনন্দ কুন্ডুর মৃত্যুর কথা জানতে পারে।মৃত যুবকের পরিবারের সন্দেহ লিটন পাল তাকে হত্যা করেছে। এরপর থেকেই লিটন পাল গা ঢাকা দেয়। ঘটনায় ক্ষিপ্ত হয়ে মৃত যুবকের আত্মীয়রা লিটন পালের বাড়িতে ভাংচুর চালায় এবং ঘরে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ অভিযুক্ত যুবকের পরিবারের। খবর পেতেই আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। দূর্গা পুজোর উৎসবের মাঝে শোকের ছায়া এলাকায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।