এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় (Alipurduar) রাখার পাশাপাশি এবার আবাস যোজনা নিয়ে পুলিশকে মাঠে নামতে দেখা গেছে। আবাস যোজনার রি সার্ভে শুরু করল এবার পুলিশ। শুক্রবার সকাল থেকে শামুকতলা থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে থানা এলাকার বিভিন্ন গ্রামে উপভোক্তা দের বাড়ি গিয়ে সঠিক কাগজপত্র দেখলেন । শামুকতলা থানার ওসি জগদীশ রায়ের সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ অফিসার গন। থানা এলাকার বিভিন্ন গ্রামে তারা এদিন ঘুরে বেড়ান। শামুকতলা থানা এলাকায় আবাস যোজনার জন্য সার্ভে শুরু হয়েছে প্রশাসনিক ভাবে।
Alipurduar: আবাস যোজনার সার্ভে শুরু করল পুলিশ
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার