আবাস যোজনার গৃহের তালিকা (Alipurduar) নিয়ে সাত দফা দাবিতে কুমারগ্রামের বিডিওকে ডেপুটেশন দিল বিজেপির কুমারগ্রাম ব্লক নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে বিজেপি নেতৃত্ব কুমারগ্রাম বিডিও অফিস চত্বরে পৌঁছে বিডিওকে ডেপুটেশন দেন। বিডিও বিশেষ কাজে বাইরে চলে যাওয়ায় জয়েন্ট বিডিও ডেপুটেশন গ্রহন করেন। কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নালিত দাস বলেন তারা এদিন যেসব দাবিতে ডেপুটেশন দিয়েছেন সেগুলি হলো আবাস যোজনার ঘর যোগ্য প্রাপকদের দিতে হবে, অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে, ঘর বন্টনে স্বজন পোষন চলবেনা, আবেদন কারীদের আবেদনের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতে হবে এবং আরও কয়েকটি দাবি। নালিত দাসের দাবি ব্লক প্রশাসন তাদের আস্বাস দিয়েছেন যোগ্যদের নামের তালিকা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার ভিত্তিতে করা হবে। জয়েন্ট বিডিও ডেপুটেশন গ্রহন করে জানান ডেপুটেশনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেওয়া হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন নির্দেশ দেবেন সেভাবেই ব্যবস্থা গ্রহন করা হবে।
Alipurduar: আবাস যোজনার গৃহ বিষয়ে সাত দফা দাবি জানিয়ে বিডিওকে ডেপুটেশন বিজেপির
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার