চোলাই তৈরীর স্বর্গরাজ্যে(Alipurduar )পরিণত হয়েছে শামুকতলা থানা এলাকা । সোমবার শামুকতলা থানার অন্তর্গত কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চোলাই ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি বিভাগ। এদিন সন্ধ্যায় আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেলের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। জানা গিয়েছে, এদিন শামুকতলা থানার অন্তর্গত পুটিমারি, সম্বলপুর, শ্রীনাথপুর, পানবাড়ি, লোহার ডাঙ্গি এলাকায় অভিযান চালান আবগারি কর্মীরা। ওই অভিযানে ৩০ লিটার চোলাই এবং ৬৬০ লিটার উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। অবৈধ মদের রমরমা কারবার রোধে এই ধরনের অভিযান জারি থাকবে বলে আবগারি বিভাগ জানিয়েছে।
Alipurduar : আবগারি বিভাগের অভিযান, বাজেয়াপ্ত চোলাই সহ উপকরণ
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper