Breaking News

Alipurduar: আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে জেলাশাসক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে জেলাশাসক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Alipurduar) এর ঘোষনা মতো শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। শনিবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের তুরতুরিখন্ড গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির শিবির পরিদর্শনে যান আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা, অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমিসংস্কার কৃপেন্দ্র সিং সহ অন্যান্য আধিকারিকগন। জেলাশাসক জানান শিবিরে গিয়ে সাধারন মানুষের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলির সমাধান শিবিরে উপস্থিত এলাকাবাসীরা কিভাবে করবেন সে সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেন। কর্মসূচি আয়োজনে কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়েও তিনি খোঁজ খবর নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।