Breaking News

Alipurduar: আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে মাটি খনন

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে মাটি খনন আইনকে (Alipurduar) বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারি সহ বেসরকারি জমি থেকে মাটি চুরি চলছে অবাদে খড়িয়া বস্তি নৌকা ঘাট থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে এমনটাই দেখা গেল বুধবার বেলা দুটো নাগাদ ওই এলাকায় গিয়ে। ‌ প্রশাসনের কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে অবাদে চলছে মাটি খননের কাজ। যদিও ভূমি সংস্কার দপ্তরের কোন কর্তা বিষয়টি জানেন না এমনটাই জানা গেছে। ‌ সরকারি আইনকে তোয়াক্কা না করে রয়েলটি ফাঁকি দিয়ে এই মাটির ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে। ‌খড়িয়া বস্তি নৌকা ঘাট থেকে পায়ে হেঁটে এক কিলোমিটার যেতে হয় ওই এলাকায়। ফলে সাধারণত প্রশাসনিক কর্তারা ওই এলাকার দিকে নজর দেন না। ‌সরকারি জমি হোক কিংবা বেসরকারি জমি রয়েলটির কোন বালাই নেই চলছে মাটি চুরি-হিড়িক। কয়েক হাজার ট্রলি মাটি বিক্রি হয়ে গেছে ওই এলাকা থেকে। যদিও অনেকেই বলছেন মালিকানাধীন জায়গা থেকে মাটি বিক্রি হচ্ছে জমির মালিককে ট্রলি প্রতি ১০০ টাকা দিয়ে। তবে সরকারি কোন আইন না মেনেই চলছে মাটি বিক্রি। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।