আবাস নিয়ে দিকে দিকে (Alipurduar) বিক্ষোভ হচ্ছে। আবাস যোজনা থেকে বঞ্চিত সাধারণ মানুষ গ্ৰাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হল।আবাস যোজনা নিয়ে দুর্নিতি হচ্ছে গরীব জনগণের নাম বাদ যাচ্ছে। যারা ঘর পাওয়ার যোগ্য তারা পাচ্ছেনা এই অভিযোগে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাও গ্ৰাম পঞ্চায়েতের সাধারণ মানুষরা দলগাও গ্ৰাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভকারীরা জানান দলগাঁও চা বাগানে যারা শ্রমিক যাদের ঘরের অবস্থা খারাপ এমন মানুষের নাম বাদ গিয়েছে। তালিকায় নাম ছিল কিন্ত এখন নেই। কিভাবে গরীবদের নাম বাদ গেল এই অভিযোগে এদিন দলগাঁও গ্ৰাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। এদিন বাসিন্দারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে। যদি ও এই বিষয়ে দলগাঁও গ্ৰাম পঞ্চায়েত প্রধান জাগৃতি টোপ্পো জানান বিষয়টা আমি উদ্ধৃতন কতৃপক্ষকে জানিয়েছি তিনি আরো জানান ব্লক অফিসের নির্দেশ মত সব কাজ হয়েছে।
Alipurduar: আবাস যোজনা থেকে বঞ্চিত গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও বিক্ষোভ
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার