মঙ্গলবার কুমারগ্রাম (Alipurduar)ও শামুকতলা থানার বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চোলাই ও ভুটানে তৈরি বিয়ার বাজেয়াপ্ত করল আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেল। জানা গিয়েছে, এদিন শামুকতলা থানার অন্তর্গত শামুকতলা বাজার, নতুন বাজার, বড় চৌকিরবস, হিন্দুবস্তি এবং কুমারগ্রাম থানার অন্তর্গত দুর্গাবাড়ি, কুলকুলিহাট, মিশন লাইন এলাকায় অভিযান চালান আবগারি কর্মীরা। দু’টি থানা এলাকায় অভিযানে মোট ৩০ লিটার চোলাই এবং ১৩ লিটার ভুটানে তৈরি বিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে।
Alipurduar: আবগারি বিভাগের অভিযানে বাজেয়াপ্ত চোলাই ও ভুটানে তৈরি বিয়ার
রিপোর্ট : মলয় দেবনাথ, এই যুগ, আলিপুরদুয়ার