শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Alipurduar: আবগারি বিভাগের অভিযানে বাজেয়াপ্ত চোলাই ও ভুটানে তৈরি বিয়ার

রিপোর্ট : মলয় দেবনাথ, এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আবগারি বিভাগের অভিযানে বাজেয়াপ্ত চোলাই ও ভুটানে তৈরি বিয়ারমঙ্গলবার কুমারগ্রাম (Alipurduar)ও শামুকতলা থানার বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চোলাই ও ভুটানে তৈরি বিয়ার বাজেয়াপ্ত করল আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেল। জানা গিয়েছে, এদিন শামুকতলা থানার অন্তর্গত শামুকতলা বাজার, নতুন বাজার, বড় চৌকিরবস, হিন্দুবস্তি এবং কুমারগ্রাম থানার অন্তর্গত দুর্গাবাড়ি, কুলকুলিহাট, মিশন লাইন এলাকায় অভিযান চালান আবগারি কর্মীরা। দু’টি থানা এলাকায় অভিযানে মোট ৩০ লিটার চোলাই এবং ১৩ লিটার ভুটানে তৈরি বিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।