খাবারের খোঁজে বন থেকে (Alipurduar) বেরিয়ে একটি বুনো হাতি এলাকার বেশ কয়েকজন কৃষকের আমন ধানের জমিতে হানা দিয়ে ধানের ক্ষতি করে। তারপর হানা দেয় একটি কালি মন্দিরে। মন্দিরের কালি প্রতিমাটি ভেঙ্গে দেয়। স্থানীয়রা কালি প্রতিমার এই দশা দেখে কষ্ট পান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গচিমারি তেঁতুলতলা এলাকায়। স্থানীয়রা খবর দেন বন দপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জে ও কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে বন কর্মীরা ও কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির কর্মীরা শুক্রবার ঘটনাস্থলে পৌঁছান। মন্দিরের ভাঙ্গা কালী প্রতিমা দেখে গ্রামবাসীরা তাদের মনোবেদনা তুলে ধরেন পুলিশ ফাঁড়ির ওসি অনির্বান মজুমদারের কাছে। তিনি সব শুনে গ্রামবাসীদের আস্বস্ত করেন ও দিন ভর ছোটাছুটি করে নতুন কালী প্রতিমা সংগ্রহ করে মন্দিরে নিয়ে আসেন। শুক্রবার রাতে পুরোহিতের মন্ত্রোচ্চারণ এর মধ্য দিয়ে প্রতিমার প্রান প্রতিষ্ঠা করে নিয়ম নিষ্ঠা মেনে পুজো করা হয় নতুন প্রতিমার পুলিশের এই সামাজিকতা ও মানবিকতায় যারপরনাই খুশী গ্রামবাসীরা।
Alipurduar: বুনো হাতির হানায় ভাঙ্গলো মন্দিরের কালিমূর্তি, রাতারাতি নতুন মূর্তি বসলো পুলিশের উদ্যোগে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper