চোলাই তৈরীর কারখানায় (Alipurduar) পরিণত হয়ে গেছে(Alipurduar) শামুকতলা থানা এলাকা। বৃহস্পতিবার শামুকতলা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় কুমারগ্রাম সার্কেলের আবগারি দপ্তরের কর্মকর্তারা। জানা গেছে পঞ্চাশ লিটার চোলাই উদ্ধার করে নষ্ট করে দেয় আফগারি দপ্তর। তাছাড়া ৪৮০ লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করে দিল কুমারগ্রাম সার্কেলের আবগারি দপ্তর। এদিন দুপুর থেকেই তারা শামুকতলা থানার কোহিনুর চা বাগান, ধওলাঝোড়া চা বাগান, কার্তিকা চা বাগান ছিপড়া ফরেষ্ট , ছিপড়া নতুন বাজার সহ শামুকতলা এলাকায় অভিযান চালায় । সূত্রের খবর কুমারগ্রাম থানার খোয়ার ডাঙ্গা এলাকা থেকে প্রতিদিন সকালে বেশ কিছু ব্যক্তি বাইকে করে চোলাই নিয়ে শামুকতলা থানার বিভিন্ন এলাকায় সরবরাহ করে। আবগারি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন তাদের এই অভিযান লাগাতার ভাবে চলতে থাকবে। এদিনের এই অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
Alipurduar: চোলাই তৈরীর ডেরায় হানা আবগারি দপ্তরের
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার