নাবালিকা ধর্ষনে অভিযুক্তের (Alipurduar দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সোমবার কুমারগ্রাম থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে পথ অবরোধ করেন বাম যুব ছাত্র ও মহিলা সমিতির কর্মী সমর্থকরা।
উল্লেখ্য নভেম্বর মাসের এক তারিখে কুমারগ্রামের মধ্য হলদিবাড়ি গ্রামে নয় বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে এক ব্যক্তি। নাবালিকা বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কুমারগ্রাম চৌপথিতে পথ অবরোধ এর ফলে বন্ধ হয়ে যায় কুমারগ্রাম আলিপুরদুয়ার রাজ্য সড়কে যানবাহন চলাচল। পুলিশ গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে থানার আই সিকে নাবালিকা ধর্ষনে অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়। পুলিশ বিক্ষোভ প্রদর্শন কারীদের আস্বস্ত করলে তারা বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন।