আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য নারারথলি গ্রামে একটি কৃষি সেচ নালা সহ সেচ বাঁধের কাজের সূচনা করলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। রবিবার এই কাজের সূচনা করে মন্ত্রী জানান এই সেচ নালা সহ বাঁধ নির্মান হয়ে গেলে এলাকার পনেরো হাজার কৃষক উপকৃত হবেন। উপস্থিত ছিলেন সমাজসেবী প্রকাশ চিক বরাইক, খোয়াড়ডাংগা ও কামাখ্যাগুড়ি গ্রাম পঞ্চায়েতের দুই প্রধান, এলাকার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যগন,জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা ও সেচ দপ্তরের আলিপুরদুয়ার বিভাগের আধিকারিকগন।
সেচ নালা সহ সেচ বাঁধের কাজের সুচনা করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার