বুধবার , নভেম্বর 13 2024
Breaking News

Alipurduar: পুজার ঘাটে জন সংযোগ করলেন রাজ্য সভার সাংসদ

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: পুজার ঘাটে জন সংযোগ করলেন রাজ্য সভার সাংসদ ছট পূজার ঘাটে জনসংযোগ (Alipurduar) করলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক। ছট পুজো হিন্দি ভাষীদের সবথেকে বড় উৎসব ছট পুজো। আজ অস্তগামী সূর্যের পুজো করা হলো। আর আগামীকাল সকালে হবে উদীয়মান সূর্যের পুজো। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ছট ঘাট গুলো সেজে উঠেছে। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া তোর্ষা, হ্যামিল্টণগঞ্জ বাসরা, হাসিমারা তোর্ষা সহ বিভিন্ন ছট ঘাট গুলো সাজিয়ে তোলা হয়েছে। আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের শামুকতলা থানার ধারসী নদীর ঘাটে প্রায় ৬০ টি পরিবার ছট পুজার আয়োজন করেছেন। এদিন ছট পুজার ঘাট পরিদর্শন করেছেন শামুকতলা থানার ওসি জগদীশ রায় এবং সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জার দেবাশীষ মন্ডল। এদিন শামুকতলা ধারসী নদীর পাড়ে রীতিমতো মেলা বসেছে। এদিন কুমারগ্রাম ব্লকের বিভিন্ন প্রান্তে ছট পূজা উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ‌ স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়েছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।