বুধবার বিকেল নাগাদ (Alipurduar) আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার কনফারেন্স হলে এদিন বৈঠক করেন জেলাশাসক আর বিমলা। জানা গেছে আগামী ১৩ ই নভেম্বর মাদারিহাট বিধানসভার উপনির্বাচন আয়োজিত হবে। আগামী ১৮ অক্টোবর থেকে নমিনেশন প্রক্রিয়া শুরু হবে।সেই ঘটনায় এদিন বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ডুয়ার্স কন্যায় বৈঠক করে বিভিন্ন নির্বাচনী বিধি নিষেধ নিয়ে নির্দেশ দেন জেলাশাসক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, অতিরিক্ত জেলা শাসক অশ্বিনী রায় ও মহকুমা শাসক দেবব্রত রায় সহ অন্যান্য আধিকারিকরা।
Alipurduar: উপনির্বাচন নিয়ে আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় সর্বদলীয় বৈঠক
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার