কৃষকদের স্বার্থে চার দফা দাবিতে আলিপুরদুয়ার দুই ব্লকের সহকারী কৃষি অধিকর্তাকে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার দুই ব্লক কমিটি। সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার দুই ব্লক কমিটির সম্পাদক সতীশ দাস জানান তাদের দাবীগুলি হল রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করা এবং মূল্যবৃদ্ধি রোধ করা, রাজ্য সরকারের হস্তক্ষেপে কৃষকদের সার সরবরাহ করা, হিমঘরে আলু রাখা ও বেড় করার বন্ড বিতরনে কৃষকদের অগ্রাধিকার দেওয়া এবং প্রতিটি এলাকার কৃষকদের কৃষি কাজে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তার জন্য দ্রুত কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ করা। ডেপুটেশন গ্রহন করে ব্লকের সহকারী কৃষি অধিকর্তা জানান দাবীগুলি বিবেচনার জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
Alipurduar: চার দফা দাবিতে ব্লকের সহ কৃষি অধিকর্তাকে ডেপুটেশন সারা ভারত কৃষক সভার
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper