মঙ্গলবার সকালে এক অন্তঃস্বত্বা গৃহবধূর ( Alipurduar) ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা এলাকায়। জানা গেছে এদিন সকালে গৃহবধূর আত্মহত্যা করেছে বলে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন গৃহবধূর স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে কামাখ্যাগুড়ি হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষনা করেন। মৃতার নাম রাখী রায় (২২)। মৃতার বাড়ির লোকজন খবর পেয়ে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে খুনের অভিযোগ করে জানান রাখীকে তার শ্বশুর বাড়ির লোকেরা খুন করেছে। অভিযোগ পেয়ে পুলিশ মৃতার স্বামী ও শ্বশুর কে জিজ্ঞাসাবাদ করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালা পাঠিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
Alipurduar: অন্তঃস্বত্বা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার