কয়েকদিন (Alipurduar) আগে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো সেই সাথে ক্ষতিগ্রস্ত হয় অনেক নদীবাঁধ। (Alipurduar) আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শিশামারা নদীবাঁধটিও ক্ষতিগ্রস্ত হয়।
উত্তরবঙ্গের বিভিন্ন নদীবাঁধ ও বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আলিপুরদুয়ার এসে পৌঁছান রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন তিনি ক্ষতিগ্রস্ত শিশামারা নদী বাঁধ পরিদর্শন করেন। তার সাথে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, সেচ দপ্তরের আধিকারিক ও বাস্তুকারগন। বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান কয়েকদিন আগে তিনি কলকাতায় সেচ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আলিপুরদুয়ার জেলার বন্যা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত নদী বাঁধ গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে সেচমন্ত্রী আলিপুরদুয়ার আসেন। এদিন ক্ষতিগ্রস্ত শিশামারা নদী ও পরিদর্শনের পর তিনি সেচ দপ্তরের আধিকারিকদের জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামতের নির্দেশ দেন। সেচ মন্ত্রী ও বিধায়কের এই উদ্যোগে খুশী এলাকাবাসী।