কোহিনুর চা বাগান (Alipurduar) এলাকায় লুকিয়ে রাখা চোরাই কাঠ উদ্ধার করে বনদপ্তরের কার্যালয়ে নিয়ে আসলো সাউথ রায়ডাক রেঞ্জের বন কর্মীরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ। গোপন খবরের ভিত্তিতে এদিন ছিপড়া বিট অফিসার সুজিত বর্মনের নেতৃত্বে মঙ্গলবার বিকাল তিনটে নাগাদ তারা অভিযানে নামে। অভিযানে নেমে ছয়টি গোলাই উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। এরমধ্যে তিনটি চিকরাশি এবং তিনটি কানজালি কাঠের গোলাই রয়েছে। প্রায় ৩০ সিএফটি কাঠ রয়েছে ছয়টি গোলাইয়ে। কোহিনুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা চোরাই কাঠ ব্যবসায়ীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। রায়ডাক কিংবা ছিপড়া জঙ্গল থেকে তারা গাছ কেটে এনে চা বাগানে লুকিয়ে রাখে। কখনো বা কাঠগুলো চেরাই করে কখনো সরাসরি ছোট গাড়িতে বোঝাই করে ভিন জেলায় পাচার করা হয় কোহিনুর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকা থেকেই। পর্যাপ্ত পরিমাণে বন কর্মী নেই আর এর সুযোগেই কাঠ মাফিয়াদের দৌরাত্ম অনেকটাই বেড়ে গেছে। সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জার দেবাশীষ মন্ডল জানিয়েছেন অভিযান লাগাতার ভাবে চলতেই থাকবে।
Alipurduar: বাগান থেকে কাঠের গোলাই উদ্ধার
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper