বাংলা আবাস
যোজনা নিয়ে ব্যাপক (Alipurduar) দুর্নীতির অভিযোগ উঠেছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকে। যোগ্য ব্যক্তিরা বাংলা আবাস যোজনা থেকে বঞ্চিত । পাকা ঘর ছাদ যুক্ত ঘর আছে এমন ব্যক্তিরা ঘর পাচ্ছেন । এমনই চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে বুধবার দুপুরে । তুরতুরি গ্রাম পঞ্চায়েতের অধীন নুরপুর এলাকার বেশ কিছু মহিলা অভিযোগ দায়ের করেছেন আলিপুরদুয়ার ২ ব্লকের বিডিও এবং জেলা শাসকের কাছে। সার্ভের সঙ্গে যুক্ত ব্লক অফিসের কর্মী টাকা তুলছেন এমনও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মহিলাদের কাছ থেকে। কেউবা জন্মান্ধ , কেউ চলতে পারে না, অচল তাদের বাংলা আবাস যোজনার তালিকায় নাম নেই। অথচ পাকা ঘর আছে ছাদের ঘর আছে তাদের নাম রয়েছে বাংলা আবার যোজনার তালিকায়। ছাদের ঘর থাকা সত্ত্বেও রান্না ঘর দেখিয়ে ছবি তুলে আনছেন ব্লক অফিসের কর্মীরা । অভিযোগ উঠেছে নুরপুর এলাকার মহিলাদের কাছ থেকে। বাংলা আবাস যোজনার সার্ভে শুরু হয়েছে সরকারিভাবে। সার্ভের পর সুপার সার্ভে চলছে সরকারি কর্মচারীদের ।এরপরেও একের পর এক অভিযোগ উঠে আসছে বাংলা আবাস যোজনা নিয়ে। প্রাপ্য দরিদ্র ব্যক্তিরা এই আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন অভিযোগ উঠছে এলাকার বাসিন্দাদের কাছ থেকেই। অপরদিকে ছাদের ঘর আছে তাদের কে ঘর পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন ব্লক অফিসের সার্ভের কর্মীরা এমনটাও অভিযোগ নুরপুর এলাকার মহিলাদের। বুধবার নুরপুর এলাকার ১৮৩ এবং ১৮৪ নম্বর বুথের দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী মহিলারা গণ স্বাক্ষরিত অভিযোগ দায়ের করলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং জেলা শাসকের কাছে । ওই এলাকার বাসিন্দা রজিনা খাতুন মালতি রায় এসিরন খাতুন সহ অনেকেই জোটবদ্ধ হয়ে এদিন আধিকারিকদের কাছে এসেছিলেন।
Alipurduar: বাংলা আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper