বাংলাদেশে (Alipurduar) গ্রেপ্তার করা ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি ও হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অকথ্য নির্যাতন বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল আয়োজিত হয় আলিপুরদুয়ার জেলার প্রান্তিক জনপদ বারোবিশায়। সনাতনী ঐক্য মঞ্চ বারোবিশা শাখার উদ্যোগে সোমবার বিকালে আয়োজিত এই মিছিলে তিন শতাধিক সনাতনী হিন্দু অংশগ্রহণ করেন। মিছিলে খোল করতাল নিয়ে নাম সঙ্কীর্তন করতে করতে প্রতিবাদী মিছিলটি বারোবিশার বিভিন্ন পথ পরিক্রমা করে। বিশ্ব হিন্দু পরিষদ উত্তরবঙ্গ কোচবিহার শাখা প্রমুখ প্রদীপ থাপা জানান বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অকথ্য নির্যাতন চলছে, মা বোনেদের দেওয়া হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ এসবের প্রতিবাদ এবং গ্রেপ্তার করা ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির দাবিতে সনাতনী ঐক্য মঞ্চ দেশ জুড়ে প্রতিবাদ শুরু করেছে। এই প্রতিবাদের অঙ্গ হিসাবেই এদিন বারোবিশায় মিছিল আয়োজিত হয়।
Alipurduar: বাংলাদেশে গ্রেপ্তার সন্ন্যাসীর মুক্তি সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অকথ্য নির্যাতন বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper