রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Alipurduar) মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন বাংলার বাড়ি গ্রামীন আবাসন প্রকল্পের। এদিন তিনি প্রতি উপভোক্তা পিছু প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে মঞ্জুর করেন ও জানান এই টাকা গৃহ প্রাপকদের ব্যাংক একাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের প্রধান কার্যালয় ডুয়ার্স কন্যায় ভার্চুয়াল এই অনুষ্ঠান টিভির পর্দায় দেখতে ও আলিপুরদুয়ার জেলার জন্য এই প্রকল্পে বরাদ্দ অর্থের পরিমান জানতে উপস্থিত ছিলেন জেলা শাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, আলিপুরদুয়ার এর বিধায়ক সুমন কাঞ্জিলাল, মাদারীহাটের বিধায়ক জয়প্রকাশ টপ্পো সহ অন্যান্যরা। জানা গেছে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির জন্য দুশো তিয়াত্তর কোটি ছয় লক্ষ ষাট হাজার টাকা বরাদ্দ হয়েছে। উপভোক্তা আছেন পয়তাল্লিশ হাজার পাঁচশো দুই জন। জেলাশাসক জানান উপভোক্তারা প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা করে পাবেন, এই টাকা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে জমা হবে।
Alipurduar: বাংলার বাড়ি প্রকল্পে আলিপুরদুয়ার জেলার উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা মঞ্জুর করলেন মুখ্যমন্ত্রী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার