Breaking News

Alipurduar: বারোবিশায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই এগারোটি দোকান

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: বারোবিশায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই এগারোটি দোকানআলিপুরদুয়ার (Alipurduar) জেলার বারোবিশায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই এগারোটি দোকান। জানা গেছে রাত একটা নাগাদ আগুন লাগে। খবর দেওয়া হয় বারোবিশা দমকল কেন্দ্রে। দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় পরে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলের বিরুদ্ধে বারোবিশা ব্যবসায়ী সমিতি ও স্থানীয়দের অভিযোগ দমকল কর্মীরা খবর পাওয়ার চল্লিশ মিনিট পরে মাত্র এক কিলোমিটার দূর থেকে এসেছেন ততক্ষনে সব পুড়ে ছাই। বারোবিশা দমকল কেন্দ্রের আধিকারিক জানান যিনি আগুনের খবর জানিয়ে ফোন করেন তার কথাগুলি ছিলো অস্পষ্ট, তিনি কি বলতে চাইছেন তা বুঝতে পারেননি দমকল কর্মী তাই তাদের পৌঁছাতে দেরী হয়। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে রয়েছে কাঠের আসবাবপত্র, হার্ডওয়্যার, বাসনপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, রেস্টুরেন্ট, চালের দোকান। ক্ষতির পরিমান এক কোটি টাকার অধিক। আগুন লাগার সঠিক কারন জানা যায়নি। দমকল কর্মীদের অনুমান বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা অধিক। পয়লা বৈশাখের আগে এই আগুনের ঘটনায় হত |

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।