আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা পুলিশ গার্ডের উদ্যোগে বৃহস্পতিবার বারোবিশা চৌপথিতে উদযাপিত হল পুলিশ দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানে এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে একটি কৃত্রিম পথ দুর্ঘটনার দৃশ্য অভিনয় করে দেখায়। ট্রাফিক গার্ডের ওসি লাকপা লামা তার বক্তব্যে পুলিশ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং সকলকে ট্রাফিক আইন মেনে চলার আবেদন জানান। পথ নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ছাত্র ছাত্রীরা একটি র্যালি করে। পুলিশ দিবস উপলক্ষ্যে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা।
Police Day Alipurduar: পুলিশ দিবস উদযাপনে বারোবিশা ট্রাফিক গার্ড
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper