Breaking News

Alipurduar: বর্ষা শুরুর আগেই শুরু হয়েছে নদীর পাড় ভাঙ্গন

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: বর্ষা শুরুর আগেই শুরু হয়েছে নদীর পাড় ভাঙ্গন বর্ষা শুরু (Alipurduar) হওয়ার আগেই নদীর পাড় ভাঙ্গন শুরু হয়ে গেছে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের অধীন জয়ন্তী নদীতে অর্জুন পাড়া সংলগ্ন এলাকায় ।এমনটাই দেখা গেছে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই এলাকায় গিয়ে। ‌ প্রতি বছর বর্ষা কালে ব্যাপক পরিমাণ ভাঙ্গন দেখা দেয়। ‌ এবার বর্ষা শুরু হওয়ার আগেই নদীর ভাঙ্গন শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই চাষের জমি নদী গর্ভে যাওয়া শুরু করে দিয়েছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণের জেরে এই ভাঙ্গন দেখা দিয়েছে জানা গেছে জমির মালিকদের কাছ থেকে। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।