ছোট ভায়ের হাতে (Alipurduar) খুন হলেন বড়ভাই, ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে শামুকতলা থানার কার্তিকা হরগৌরি বস্তিতে। জানা গেছে রবিবার রাতে ছোটভাই বিমান কুজুরের সাথে বড়ভাই বাবুলাল কুজুরের রাতের খাবার নিয়ে বচসা বাধে। পেশায় দিন মজুর বাবুলালের সাথে থাকতো ছোটভাই বিমান। মা বাবা না থাকায় বাবুলাল কাজের শেষে বাড়ি ফিরে রান্না করতো আর সেই খাবার তারা খেতো। রবিবার রাতে বিমান বাড়ি এসে দেখে বাবুলাল রান্না করে তাকে ছাড়াই খাচ্ছে। এই দেখে বিমান বাবুলালকে খাবার পাত থেকে তুলে দিলে দুভাইয়ে বচসা শুরু হয়। বচসার মাঝেই বিমান পাথর দিয়ে দাদা বাবুলালের মাথায় আঘাত করলে বাবুলাল মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বিমান দাদার মাথা পাথর দিয়ে থেতলে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে বাবুলালের নিথর দেহ। দাদা মারা গেছে বুঝতে পেড়ে বিমান দাদার মৃতদেহ লোপাট করার জন্য মাটিতে চারফুট গর্ত করে কিন্তু দাদার ভারী দেহ তার একার পক্ষে গর্ত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এদিকে সকাল হয়ে যায়। সোমবার সকালে আরেক ভাই সঞ্জীব কুজুর ঘুম থেকে উঠে দাদার নিথর ও রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে শামুকতলা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ থানায় নিয়ে আসে ও ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ নাবালক বিমানকে গ্রেপ্তার করে জুভেনাইল কোর্টে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
Alipurduar: ভাইয়ের হাতে দাদার মৃত্যু, চাঞ্চল্য এলাকায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার