মঙ্গলবার (Alipurduar) রাতে মৃত্যু হয়েছে একটি বুনো দাঁতাল হাতির। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকায় একত্রিশ /সি জাতীয় সড়কের ধারে হাতি মৃত্যুর ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।বুধবার সকালে গ্রামবাসীরা মৃত হাতিটিকে দেখতে পেয়ে বন দপ্তরে খবর দেন। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকগন সহ অন্যান্য বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের অনুমান জাতীয় সড়কের পাশ দিয়ে গ্রামে বিদ্যুৎ সরবরাহের লাইনের তার কোনোমতে হাতিটির শরীরের সাথে লেগে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। তবে মৃত হাতির ময়নাতদন্ত করলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে। মৃত হাতি দেখতে ভীড় জমান বহু মানুষ।
Alipurduar: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দাঁতালের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper