তিনি দীর্ঘদিন যাবত বিজেপির কর্মকর্তা রূপেই এলাকায় পরিচিত, সেই কর্মকর্তাকে আগের দিন দেখা গেছে তৃণমূলের উত্তরীয় গলায় জড়িয়ে তৃণমূলের পতাকা হাতে তৃণমূল কর্মীদের সাথে দাঁড়িয়ে আছেন। তৃণমূলের পক্ষ থেকে বলা হয় বিজেপি নেতা তথা কুমারগ্রাম বিধানসভা আসনে বিধায়ক পদে তিনবার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা লাওধা ওঁরাও তৃণমুলে যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে লাওধা ওঁরাও কুমারগ্রাম এর বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও এর বাড়িতে সদলবলে এসে ফের বিজেপির উত্তরীয় গলায় জড়িয়ে বিজেপির পতাকা হাতে নিয়ে অভিযোগ করেন বৃহস্পতিবার কুমারগ্রামের কয়েকজন তৃণমুল কর্মী তাকে রাস্তায় ধরেন এবং বলেন তার বৌমার চাকরি করে দেবেন এ বিষয়ে কথা বলার জন্য লাওধা ওঁরাও কে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক এর বাড়ি যেতে হবে। লাওধা বাবু তাদের কথায় প্রকাশের বাড়ি গেলে সেখানে তার গলায় তৃণমূলের উত্তরীয় পরিয়ে পতাকা হাতে ধরিয়ে ছবি তুলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল কর্মীরা। শুক্রবার দুপুরে তিনি ফের বিধায়কের বাড়ি এসে লিখিতভাবে বিধায়ককে সব জানিয়ে বলেন বৌমার চাকরির কথা বলে তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি বিজেপিতেই আছেন ও থাকবেন। তার লিখিত প্রতিশ্রুতি পেয়ে বিধায়ক ফের তার গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দিয়ে দলীয় পতাকা ধরিয়ে দেন। তৃণমূল কর্মীদের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। অপরদিকে বিষয়টি সম্পর্কে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক কে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আগের দিন তৃণমূলের পতাকা হাতে নিয়েও পরদিন ফের বিজেপির পতাকা ধরলেন বিজেপি কর্মকর্তা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার