Breaking News

কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের ব্লক সম্মেলন

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের ব্লক সম্মেলন alipurduar-block-conference-of-agricultural-field-labor-trinamool-congress-west-bengal-india-howrah-ei-yugকৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের মাদারীহাট বীরপাড়া ব্লক সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হল মাদারীহাটে। সম্মেলনে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের চেয়ারম্যান মৃদুল গোস্বামী, সংগঠনের আলিপুরদুয়ার জেলা সভাপতি কাঁকন দত্ত সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। সংগঠনের জেলা সভাপতি কাঁকন দত্ত জানান এদিন সম্মেলনে কৃষকদের স্বার্থে বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়। সারের কালোবাজারি বন্ধ করে কৃষক্রা যাতে ন্যায্য মূল্যে সার পান সে বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য কৃষি মন্ত্রকে জানানোর প্রস্তাব গৃহীত হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে কৃষক সংগঠনকে মজবুত করা সহ কৃষক মজদুরদের স্বার্থ রক্ষার্থে এই সম্মেলন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।