আলিপুরদুয়ার জেলার (Alipurduar) কালচিনি চা বাগানে বকেয়া মজুরি মেটানোর দাবিতে কাজ বন্ধ করে সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করএন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ বারবার কালচিনি চা বাগানের মালিকানা হাত নদল হলেও শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করছেননা কোনো মালিক। একারনে শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন জারী আছে। বিক্ষোভরত শ্রমিকরা জানান বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার এস ও পি আইন অনুসারে নতুন মালিকের হাতে কালচিনি চা বাগানের মালিকানা হস্তান্তর করে। নতুন মালিক পক্ষ শ্রমিকদের সমস্ত বকেয়া পনেরোই ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেবে এই শর্ত মেনে নিয়েও বকেয়া মজুরি মেটানোর কোনো উদ্যোগ গ্রহন করছেনা। চলতি মাসের সাত তারিখে যে সপ্তাহ শেষ হয়েছে সেই মজুরিও দেয়নি। শ্রমিকরা আরও জানান ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ সহকারি শ্রম কমিশনারের মাধ্যমে তারা জানতে পারেন চা বাগান অধিগ্রহনের জন্য এই মালিক পক্ষ সরকারি শর্তানুসারে দুই কোটি টাকা জমা করেননি। ফলে চা বাগান চালানোর জন্য কোনো বৈধ নথিপত্র এই মালিকের কাছে নেই। শ্রমিকরা বলেন মালিক হিসাবে যে পক্ষই আসুক তাদের আপত্তি নেই তাদের দাবি বকেয়া মজুরি দ্রুত প্রদান করে মালিক পক্ষ চা বাগান সুষ্ঠুভাবে পরিচালনা করুক।
Alipurduar: বকেয়া মজুরি মেটানোর দাবিতে কাজ বন্ধ করে শ্রমিক বিক্ষোভ কালচিনি চা বাগানে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার